BD Netizen
আগেই ভালো ছিলাম - Printable Version

+- BD Netizen (https://bdnetizen.com)
+-- Forum: রাষ্ট্র (https://bdnetizen.com/forumdisplay.php?fid=1)
+--- Forum: মৌলিক অধিকার (https://bdnetizen.com/forumdisplay.php?fid=12)
+--- Thread: আগেই ভালো ছিলাম (/showthread.php?tid=23)



আগেই ভালো ছিলাম - icm007 - 09-21-2024

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখলে নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে, আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ☺️

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। এই ফাকে ম্যানেজার মেসের কিছু সদস্যদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়ে সে তার অনুসারী করে চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি তৈরি করে নেয়, যাদের কাজ হচ্ছে ম্যানেজার যাই করে তাতে সহমত বলা ও সকল কাজে সাপোর্ট দেয়া সেটা ন্যায় অন্যায় যাই হোক?

ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি বেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো।  যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ মেসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো?

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের বিল সব বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না?

হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে  আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক সুদানি ম্যানেজারের চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি  এই বলে হুঁক্কা হুয়ো ডাক তুলছে??

"আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনও বিকল্প নাই"?

অন্ধকারে গুতা লাগলেই বলে উঠতেছে কাদের হাতে দায়িত্ব গেলো??
মশার কামড় দিলেও নতুন তত্বাবধায়কের দোষ
সে কেন এসে মশা টা মারলো না?
???

©