BD Netizen
সন্দেহ হলে প্রশ্ন করুন - Printable Version

+- BD Netizen (https://bdnetizen.com)
+-- Forum: রাষ্ট্র (https://bdnetizen.com/forumdisplay.php?fid=1)
+--- Forum: মৌলিক অধিকার (https://bdnetizen.com/forumdisplay.php?fid=12)
+--- Thread: সন্দেহ হলে প্রশ্ন করুন (/showthread.php?tid=9)



সন্দেহ হলে প্রশ্ন করুন - icm007 - 09-18-2024

আমার দেখা আ্যপলের একটা পারফেক্ট প্রোডাক্ট ছিল iMac 27। এতই পারফেক্ট যে সহজে কারো দ্বিতীয় আরেকটা কম্পিউটার কেনার প্রয়োজন পড়ত না। এই সুন্দর লাইনআপ আ্যপল প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। এর কারণ বিজনেস। পারফেক্ট প্রোডাক্ট বিসজনেসের জন্য ক্ষতিকর।

আগে লাইটবালব অনেক বছর টিকত। এরপর সব কোম্পানি মিলে গোপন বৈঠক করেছে যেন লাইটবালব কম টিকে, এভাবে তৈরি করার জন্য। যাদের বালব বেশি টিকত, তাদের ফাইন গুনতে হতো।

ঐ সময়ের মানুষ গুলো বিশ্বাস করবে যে কোম্পানি গুলো এমন করতে পারে? মনে হবে না যে কন্সপিরেসি? সেইম ঘটনা বার বার রিপিট হয়েছে। বিভিন্ন স্টান্ডার্ডাইজেশনের উৎপত্তি সাধারণ মানুষের জন্য না যতটুকু, তার থেকে বেশি হচ্ছে কোম্পানি গুলোর স্বার্থে। আবার কন্সপিরেসি গুলোকে হাস্যরস হিসেবে উড়িয়ে দেওয়ার জন্যও বিশাল বাজেট থাকে।

এই জন্য আমি মনে করি প্রশ্ন করার বিকল্প নেই। সন্দেহ হলে প্রশ্ন করুন। মেইনস্ট্রিম যে দিকে হাঁটায়, মাঝে মধ্যে এই জন্য বিপরীত দিকেও হাঁটতে হয়।