Rate Thread
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ভিন্নমত
#1
Question 
মুসলিম অধ্যুষিত দেশে আপনাকে যদি একটি বিশ্ববিদ্যালয়ে মুসলিম হিসেবে নাম লেখাতে হয়, তার মানে আপনি ধর্ম নিয়ে হীনমন্যতায় ভুগছেন।

না ভাই, আমি পাশের দেশের ধর্মীয় উগ্রপন্থীর মতো "মুসলিম ক্ষেত্র মে" বলতে রাজি নই। রাজি তো নইই বরং এই ধর্মকে ব্যবহার করে যত্রতত্র নিজেদের ফেরকার রাজনীতির বিপক্ষে। সেটাকে ঠেকাতে হবে।

নাহয় দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

আমরা যেমন শাহবাগী ইসলামবিদ্বেষীদের ঠেকাই, তেমনি ধর্মের নামে কোন ভ্রান্ত ফেরকার নিজস্ব রাজনীতিকেও ঠেকাতে হবে।

এর জন্যই বারবার বলি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের রাজনীতিই বাংলাদেশের জন্য সেরা।

আপনি মাদকমুক্ত সমাজ গড়ুন। ইসলামের কাজ হবে।

আপনি ঘুষমুক্ত সমাজ গড়ুন। ইসলামের কাজ হবে।

আপনি এনজিওদের সুদের বিকল্প বের করে প্রান্তিক জনগোষ্ঠীকে সুদমুক্ত ঋণ ব্যবস্থা চালু করুন। ইসলামের কাজ হবে।

আপনি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের ঐতিহ্যবিরোধী প্রমাণ করুন, মাস্কটকে উন্নয়নের প্রতীক হিসেবে দেখা আধুনিকতার বিরোধী ; এসবকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করুন। ইসলামের কাজ হবে।

মদের কুফল নিয়ে সচেতনতা তৈরি করুন, সাধারণ মানুষের নাগাল থেকে মদ দূরে রাখুন। ইসলামের কাজ হবে।

স্কুল-কলেজে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশা, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা ও প্রেম বন্ধ করতে সচেতনতা তৈরি করুন। পড়াশোনার ক্ষতির দিকগুলো তুলে ধরুন এবং আমাদের সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিন। ইসলামের কাজ হবে।

শালীন পোশাক আমাদের গর্ব; এটি আমাদের সামাজিক ও পারিবারিক ঐতিহ্যকে তুলে ধরে। এই বিষয়ে কাজ করুন। ইসলামের কাজ হবে।

ইসলামের জন্য কাজ করুন, ফেরকার রাজনীতির জন্য নয়।

বিএনপি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে কাজ করা একটি দল। এখানেই শাহবাগী ও ফেরকাভিত্তিক দলের সাথে এর পার্থক্য।

কিন্তু বিএনপি কি তার কাজ ভালভাবে করতে পারছে?

অবশ্যই না, নানামুখী বাধা এবং চিন্তার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু বিএনপির বিকল্প নেই, কারণ বিএনপি ছাড়া এ ধরনের রাজনীতি কেউ করছে না।

এবি পার্টি নামের ছোট্ট একটি দল মুখে এ কথা বললেও, তাদের উপরের থেকে নিচ পর্যন্ত সবাই একটি ফেরকা দল থেকে এসেছে এবং এখনও সেই ফেরকার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করছে। আসলে, তারা সেই ফেরকা পার্টির একটি এক্সটেনশন মাত্র।

তাই বিএনপির বিকল্প নেই... সত্যিই নেই।

আমি নিজেও চাই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধসম্পন্ন একটি বাংলাদেশ গড়ে উঠুক এবং এটি যেন টিকে থাকে। এর জন্যই আমার সীমিত সামর্থ্যের মধ্যে কাজ করে যাচ্ছি।
Reply



Forum Jump:


Recently Browsing
2 Guest(s)

Copyright © Netizen Forum. Developed By: K