Rate Thread
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
স্বৈরাচারী হাসিনার পলায়নের উপাখ্যান
#1
জনরোষের মুখে বাংলাদেশের দীর্ঘতম সময়ের শাসক শেখ হাসিনার নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে চেপে পলায়নের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দৃশ্যত একটি ইস্পাতকঠিন শাসনব্যবস্থাও জনগণের শক্তির কাছে নাজুক হয়ে পড়তে পারে। আর হাসিনা তো ১৫ বছর ধরে ক্রমাগত চরম স্বেচ্ছাচারী হয়ে দেশ শাসন করছিলেন।

বিশ্বজুড়ে ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, তার সর্বশেষ নিদর্শনও হলো হাসিনার এই পতন ও পলায়ন।

শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার অধিকার পেলেন একটি নির্বাচনী প্রহসনের মধ্য দিয়ে। তবে শেষ পর্যন্ত তো ভোটারদের কথাই শেষ কথা। তাঁরা হয়তো ব্যালট বাক্সের সাহায্যে হাসিনাকে অপসারণ করতে পারেননি, তবে রাজপথে নেমে তা করেছেন।

স্বৈরাচাররা জানেন যে তাঁদের টিকে থাকার দুটি মূল সূত্র আছে—সেনাবাহিনীকে পাশে রাখা ও জনগণকে খাওয়াপরা দেওয়া। শেখ হাসিনার পতন তো ইতিহাসের অন্যতম স্বৈরশাসকের হেলিকপ্টারে চেপে পলায়নেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ১৯৮৯ সালের ডিসেম্বরে রোমানিয়ার দীর্ঘকালীন অত্যাচারী শাসক নিকোলেই চসেস্কুও এভাবে পালিয়েছিলেন এবং ধরা পড়েছিলেন।

বুখারেস্টে কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয়ের বাইরে হাজার হাজার মানুষের জমায়েত হওয়ার সেই দৃশ্য; আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন লাখো কণ্ঠে ধ্বনিত হয়ে উঠেছিল, ‘সেনারা আমাদের সঙ্গে আছে।’ যে সেনাবাহিনী কয়েক দিন আগেও বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছিল, তারাই জনগণের পাশে দাঁড়াল।

বাংলাদেশেও বাঁকবদলের মুহূর্তটি আসে, যখন শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ থাকা সেনাবাহিনী এটা পরিষ্কার করে দেয় যে তারা প্রতিবাদী-বিক্ষোভকারীদের দমনে বল প্রয়োগ করবে না।

এলেক রাসেলের পোস্ট থেকে সংক্ষিপ্ত।
Reply



Forum Jump:


Recently Browsing
3 Guest(s)

Copyright © Netizen Forum. Developed By: K